গ্রামীণ জনপদে প্রযুক্তির আলো
প্রতিদিন সংবাদপত্র কিংবা প্রচার মাধ্যমগুলোতে তথ্য-প্রযুক্তি বিষয়ক অনেক সংবাদ প্রকাশিত হচ্ছে। এসব সংবাদ আমাদের জন্যে আনন্দদায়ক ও গুরুত্বপূর্ণ। গ্রামের মানুষের জীবন পাল্টে গিয়েছে প্রযুক্তির ছোঁয়ায়। প্রযুক্তির কল্যাণে গ্রামীণ জনপদের মানুষগুলোর জীবনে তাত্পর্যপূর্ণ পরিবর্তন এসেছে এবং তাদের প্রাত্যহিক জীবনেও এ পরিবর্তনের প্রভাব লক্ষণীয়। মা গ্রামে বসে তার প্রবাসী ছেলে বা মেয়ের সঙ্গে স্কাইপেতে কথা বলেছেন। স্ত্রী তার প্রবাসী স্বামীর সঙ্গে বা স্বামীটি তার স্ত্রী সন্তানদের সঙ্গে কথা বলছেন এবং সবার সচিত্র ছবি দেখে মন ভরাতে পারছেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা তথ্য সেবাকেন্দ্রের বদৌলতে এ দৃশ্য এখন দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে প্রতিনিয়তই দেখা যাচ্ছে। কয়েক বছর আগেও প্রযুক্তি সম্পর্কে গ্রামের যে মানুষগুলো বিশেষ কিছু জানতো না তারাও এখন প্রযুক্তি জ্ঞানসম্পন্ন হয়ে উঠেছে এসব সেন্টারের কল্যাণে। শিল্পের প্রসার হয় জীবনের প্রয়োজনে তারই সুফল এখন পাওয়া যাচ্ছে গ্রামীণ জনপদে।